ডিএ আন্দোলনকারীদের অবস্থান, নবান্নে ধুন্ধুমার

নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

New Update
nabanna protest.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থানের আগে ডিএ আন্দোলনকারীদের আটকে দেওয়া হল। শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিন্তু বাসস্ট্যান্ড যাওয়ার আগেই ব্যারিকেড করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ। তারপরে নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাষ্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, নবান্ন বাসস্ট্যান্ডে ডিএ আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন। কিন্তু ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। অবস্থানের প্রভাব যেন জাতীয় সড়কে যান চলাচলের ওপর না পড়ে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে অবস্থান আন্দোলন করতে হবে।

এদিকে এদিন, ডিএ আন্দোলনকারীদের শোরগোল করতেও বাধা দিয়েছে পুলিশ। কোনও রকম কোনও চিৎকার-চেঁচামেচি করা যাবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে। ১৪৪ ধারা জারি রয়েছে নবান্ন চত্বরে। স্বাভাবিক ভাবেই, সেখানে নীরব ভাবে দেখাতে হবে প্রতিবাদ কর্মসূচী, এমনটাই নির্দেশ দিয়েছে পুলিশ।

hiren