নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এরপরই, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে।
/anm-bengali/media/media_files/MbqQP9NTQrkq4OTGMuiF.jpg)
অন্যদিকে, মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ২৪ শে মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
/anm-bengali/media/media_files/UEa2dix8IiA9WpByoPOn.jpg)
হাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, ২৫ থেকে ২৭ মে-র মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)