New Update
/anm-bengali/media/media_files/YtTIq6FUU4u6nfWN7UEW.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবারের লোকসভা নির্বাচনে বেশি নজর কাড়ছে কেন্দ্রীয় বাহিনী। কেননা প্রতি দফায় বাড়বে বাহিনীর সংখ্যা। এই দ্বিতীয় দফাতেও বেড়েছে বাহিনীর সংখ্যা। আর তার পরেও অভিযোগের তীরেও বিদ্ধ হচ্ছে সেই কেন্দ্রীয় বাহিনীই।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের হরিরামপুরের বুথে দেখা গেল সেই চিত্র। সেখানকার ১৯৪ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
/anm-bengali/media/media_files/022XCZPzZ3cXVTSKORO0.jpg)
/anm-bengali/media/media_files/qpYYDqslSv8RWI86EC0V.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us