New Update
/anm-bengali/media/media_files/J8U017fvzNxPAA0Ivjx8.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এবার মিডিয়ার বিরুদ্ধেই ক্ষোভ উগ্রে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এক্ষেত্রে উল্লেখ্য যে, সন্দেশখালির ঘটনায় মিডিয়ার হস্তক্ষেপের ওপরে আঘাত হানা হয়েছে।
তিনি তার 'এক্স' বার্তায় লিখেছেন যে, '' মিডিয়ার রং।@AITCofficial র বিরুদ্ধে সিপিএম, বিজেপির সাজানো, প্ররোচনা দেওয়া বিক্ষোভ হলে মিডিয়া বলে গ্রামবাসীদের রাগ। আর বিজেপি বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ক্ষোভ দেখালে সেটাকে বলে তৃণমূলের সমাজবিরোধীদের হামলা। চমৎকার।
মিডিয়ার রং।@AITCofficial র বিরুদ্ধে সিপিএম, বিজেপির সাজানো, প্ররোচনা দেওয়া বিক্ষোভ হলে মিডিয়া বলে গ্রামবাসীদের রাগ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 24, 2024
আর বিজেপি বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ক্ষোভ দেখালে সেটাকে বলে তৃণমূলের সমাজবিরোধীদের হামলা।
চমৎকার।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us