/anm-bengali/media/media_files/MsytcOO3ma4xlx20Afsd.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ সন্দেশখালিতে গিয়েছেন সিপিএমের নেতানেত্রীরা। এই নিয়েও বিরোধী দলকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুুখপাত্র কুণাল ঘোষ। তিনি তার 'এক্স' বার্তায় বলেছেন, '' ৩৪ বছরের বামশাসনে পরের পর গণহত্যা, গণধর্ষণ, নারীহত্যা, অত্যাচার। নেতাইতে সিপিএম গুন্ডাদের হাতে চার মহিলা গুলিতে খুন। বিজন সেতুতে সন্ন্যাসিনী হত্যা। বানতলায় সরকারি মহিলা ডাক্তার ধর্ষণ করে খুন, সিঙ্গুর আর নন্দীগ্রাম। আর আজ সেই সিপিএমের নেতানেত্রীরা সন্দেশখালি যাওয়ার নাটক করছেন। ''
34 বছরের বামশাসনে পরের পর গণহত্যা, গণধর্ষণ, নারীহত্যা, অত্যাচার। নেতাইতে সিপিএম গুন্ডাদের হাতে চার মহিলা গুলিতে খুন। বিজন সেতুতে সন্ন্যাসিনী হত্যা। বানতলায় সরকারি মহিলা ডাক্তার ধর্ষণ করে খুন। সিঙ্গুর। নন্দীগ্রাম।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 24, 2024
আর আজ সেই সিপিএমের নেতানেত্রীরা সন্দেশখালি যাওয়ার নাটক করছেন।
সিপিএম এর বিরোধিতা করে তিনি ৩৪ বছরের রাজত্বের ঘাটতি গুনিয়েছেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us