‘মণিপুরের পাশেই রয়েছে ইন্ডিয়া’, বার্তা ইয়েচুরির

সীতারাম ইয়েচুরির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উড়ে গেল মণিপুরে।

New Update
ezgif.com-gif-maker (86) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ মণিপুর সফরে চলল বাম শিবির। হিংসা বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে চলল বাম ব্রিগেড।

যা জানা যাচ্ছে, সীতারাম ইয়েচুরির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী দু’দিনের জন্যে মণিপুর সফরে গেলেন, সেখানের পরিস্থিতি খতিয়ে দেখতে। তারা ফিরবেন আগামী ২০ অগস্ট।

 

এদিন মণিপুর সফরের আগে সীতারাম ইয়েচুরি বলেন, “আমরা মণিপুরের জনগণের সাথে সংহতি প্রকাশ করতে যাচ্ছি এবং তাদের বলব ইন্ডিয়া আপনাদের সাথে আছে। মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত। তিনি মণিপুরের জন্যে কিছুই করতে পারেননি। এখনও কিছু করছেন না। শান্তি ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমরা তা করব। রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক এবং দেশের ঐক্যের জন্য এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন”।