Election : ১৩ তারিখে আরও বাড়বে চাপ! তৃণমূলের চিন্তা বাড়িয়ে মাঠে আরও এক নেত্রী

তৃণমূল (TMC) পঞ্চায়েত ভোটের (Election) আগে কিছুটা হলেও চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তৃণমূলের বিরুদ্ধে বামেদের পায়ের তলার মাটি শক্ত করতে মাঠে নেমেছেন সিপিএমের (CPIM) যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়।

author-image
Pritam Santra
New Update
election

নিজস্ব সংবাদদাতাঃ সাগরদিঘি পরাজয়ের রেশ এখনও রয়েছে। সেই সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে তৃণমূল (TMC) পঞ্চায়েত ভোটের (Election) আগে কিছুটা হলেও চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তৃণমূলের বিরুদ্ধে বামেদের পায়ের তলার মাটি শক্ত করতে মাঠে নেমেছেন সিপিএমের (CPIM) যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। বিবার শিলিগুড়ির (Siliguri) ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন তিনি। আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বামেরা।