New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজই প্রার্থী তালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। এমনটাই জানা যাচ্ছে। আজ ঘোষণা করা হবে প্রথম তালিকা। যেখানে ঘোষণা করা হচ্ছে ১০ থেকে ১২ জন প্রার্থীর নাম। এবারের তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে খবর।
/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)
যা জানা যাচ্ছে, দমদম কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমে আইএসএফ লড়বে বলে ঠিক হলেও এখন জানা যাচ্ছে সেখানে নওশাদ সিদ্দিকি লড়ছেন না। সেখান থেকে লড়বেন বাম প্রার্থী প্রতীক উর রহমান। শ্রীরামপুর কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দক্ষিণ কলকাতার সম্ভাব্য প্রার্থী সাইরা শাহ হালিম। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থী তালিকা বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/vYbiVPEV0Zg4G882oEEa.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us