প্রতীচী চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ আদালতের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বাড়ি ও জমি বেদখল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অমর্ত্যের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী। প্রতীচীর দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার বোলপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ CRPC অনুযায়ী আবেদন করেন।

author-image
Pallabi Sanyal
New Update
pratichi

প্রতীচী

নিজস্ব সংবাদদাতা : বর্তমানে দেশে নেই অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। এদিকে, অর্থনীতিবিদের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী'-র চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে শান্তিনিকেতন থানার ওসিকে। প্রসঙ্গত, অমর্ত্য সেন না থাকার সুযোগ নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বাড়ি ও জমি বেদখল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অমর্ত্যের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী। প্রতীচীর দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার বোলপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ CRPC অনুযায়ী আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই বোলপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত  মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওসিকে প্রতীচী চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছে।