New Update
/anm-bengali/media/media_files/2025/06/30/screenshot-2025-06-30-pm-2025-06-30-14-17-53.png)
নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে লাগাতার বৃষ্টি। আর তার ফলেই গতকাল রাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীতে জল বাড়ায় বিপত্তি ভাসাপুলে।
/anm-bengali/media/post_attachments/522086d3-900.png)
সোমবার সকাল থেকেই যাতায়াত বন্ধ। সমস্যায় যাত্রীরা। গতকাল মুকুটমনিপুর ড্যাম থেকে দশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তাই কাঁসাই নদীর জলস্তর আবার বাড়তে শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us