নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ রাতে জানা গিয়েছে, ২০২৪ সালের আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সূত্রে খবর, ঝাড়খণ্ডের বোকারো থেকে কংগ্রেসের হয়ে লড়বেন শ্বেতা সিং এবং ধানবাদ থেকে লড়বেন অজয় দুবে।
Congress released a list of 2 candidates for Jharkhand and 4 candidates for Maharashtra, for the upcoming Assembly elections in both states pic.twitter.com/deuciM1UnR