কেন দুর্নীতিবাজদের আপনার দলে নিচ্ছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
modi mallikarjunnq1.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "আমি এখানে নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে এসেছি। আমরা এবার ভোটারদের কাছ থেকে ভালো ভোট পাচ্ছি।

mallikarjun kharge .jpg

কিন্তু প্রধানমন্ত্রী মোদি এই 'অদৃশ্য' ভোটারদের ভয় পান যারা আমাদের ভোট দিতে প্রকাশ্যে আসছে। এই কারণেই প্রধানমন্ত্রী মোদি কংগ্রেসের সমালোচনা করছেন।

hkj.k

যদি আপনার এত আস্থা থাকে, তাহলে আপনি কেন দুর্নীতিবাজদের আপনার দলে নিচ্ছেন? যখন তারা কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলে ছিল তখন তারা খুবই দুর্নীতিগ্রস্ত ছিল।"

Add 1