ভোটে হেরে যাবার বিষয়টা বিজেপি হজম করতে পারছে না

বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
gaurav gagoiw1.jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপিকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, "২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে নৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল তা তারা হজম করতে পারছে না এবং সেই কারণেই তারা প্রতিটি রাজ্যে তাদের পুরানো সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য ফিরে এসেছে।

Gaurav Gogoi appointed Congress deputy leader in Lok Sabha, K Suresh chief  whip - The Statesman

 উত্তরপ্রদেশে, কানওয়ার যাত্রার সময় দোকানের মালিকের নাম প্রদর্শনের আদেশ দেওয়া হয়েছে ৷ একইভাবে আসামে, সমাজের জনসংখ্যাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে।"

Gaurav Gogoi to be Cong's deputy leader in Lok Sabha



Adddd