"...ভারতীয়র জন্য অপমানজনক!"

বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কেরালায় এক পথসভায় বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
rahul gandhiir1.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ এবং ওয়ানাড লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী, রাহুল গান্ধী বলেছেন, "আজ মূল লড়াই হল আরএসএস-এর আদর্শের বিরুদ্ধে।

rahul gandhiir2.jpg

বিজেপির লোকেরা, প্রধানমন্ত্রী, তারা বলে এক জাতি, এক মানুষ, এক ভাষা, সব এক।

rahul gandhi rte.jpg

ভাষা এমন কিছু যা মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে। কেরালার একজন মানুষকে যদি বলা হয় যে আপনার ভাষা হিন্দী ভাষার থেকে নিকৃষ্ট, তবে গোটা কেরালার জনগণকে সেটা বলে অপমান করা হয়। ভারতে শুধুমাত্র একজন নেতা থাকা উচিত, এই ধারণা প্রতিটি তরুণ ভারতীয়র জন্য অপমানজনক।"

Add 1