/anm-bengali/media/media_files/AIymPPfEk7hNgAUBK1ZJ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা টুইট করে জানিয়েছেন, "রতন টাটা তার অক্লান্ত পরিশ্রম এবং প্রগতিশীল পদ্ধতির মাধ্যমে ভারতীয় শিল্পকে নতুন উচ্চতা দিয়েছেন। জনকল্যাণ এবং মানবতার সেবার ক্ষেত্রে রতন টাটা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শতাব্দীর পর শতাব্দী ধরে অনুপ্রেরণা জোগাবে। দেশ তাকে সবসময় মিস করবে। রতন টাটার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর যেন ওঁর পায়ে জায়গা করে দেন।"
Congress leader Priyanka Gandhi Vadra tweets "Ratan Tata gave new heights to the Indian industry with his tireless hard work and progressive approach. The unprecedented example set by Ratan Tata in the field of public welfare and service to humanity will continue to inspire for… pic.twitter.com/4W5T51gn6M
— ANI (@ANI) October 10, 2024
প্রসঙ্গত, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রতন টাটার জীবনাবসান। অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us