বারাণসী লোকসভা আসনে কষ্ট করে জিতেছে

ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার প্রতিদ্বন্দ্বিতার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
dfsdgtrytu

নিজস্ব সংবাদদাতা: ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার প্রতিদ্বন্দ্বিতার বিষয় সম্পর্কে, কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "রাহুল গান্ধী গোটা দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যে সিদ্ধান্তই নেওয়া হবে তা সকলের পছন্দ হবে। তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন।

congress leader pawan.JPG

রায়বেরেলি এবং ওয়ানাড উভয় জায়গার জনগণই দু'জন এমপির সান্নিধ্য পাবেন।

who is pawan khera profile biography-journalist sheila dikshit  congress-leader-party spokesperson - | Jansatta

আমাদের দলকে নিয়ে বিজেপিকে চিন্তা করতে হবে না। তারা যেভাবে বারাণসী লোকসভা আসনে কষ্ট করে জিতেছে, তারপরেও তারা পরিবারতন্ত্রের কথা বলছে কীভাবে? আপনাদের মন্ত্রীসভায় পরিবারতন্ত্রের ভিত্তিতে কতজন রাজনীতিবিদ আছেন?" 

Add 1