Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/qJVKkOMZXbCdTRsyotO9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পেরিয়ে গেছে লোকসভা নির্বাচন। এবার সময় বিধানসভা উপনির্বাচনের। এরাজ্যে মোট ৪টি কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। আর এবার নাম ঘোষণা করল হাত শিবির।
৪টি কেন্দ্রের মধ্যে মোট ২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। যার মধ্যে রায়গঞ্জ কেন্দ্রের কং প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং বাগদা কেন্দ্রের কং প্রার্থী অশোক হালদার। বাকি দুই কেন্দ্রের নাম এখনও ঘোষণা করেনি তারা। পরবর্তীতে নাম ঘোষণা হবে নাকি সিপিএমের সাথে জোট বাঁধবে কংগ্রেস এখন সেটাই দেখার।