দিনরাত সাবধান! ঠান্ডার সাথে থাকবে বৃষ্টি

আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

New Update
winterbengal

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি ভালোই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। মাঝে অবশ্য কয়েকদিনের জন্যে বাদ পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ফের একবার নেমেছে দক্ষিণবঙ্গে। আর এই সপ্তাহে ঠান্ডার সাথে সাথে যুক্ত হয়েছে মেঘলা আকাশ এবং বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

আজ দক্ষিণ ২৪ পরগণায় তাপমাত্রা বেড়েছে এক ধাক্কায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশের কাছাকাছি। আর হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার।

hiren