New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
নিজস্ব সংবাদদাতা : কুণাল ঘোষ সম্প্রতি তার 'X' হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করো তার ক্যাপশনে কুণাল ঘোষ লিখেছেন, "অক্সফোর্ডে পৌঁছে প্রস্তুতির সামান্য সময়ে ঘরের একফাঁকে 1887 সালের একটি পিয়ানোতে সুর তুললেন মুখ্যমন্ত্রী।"
/anm-bengali/media/media_files/1000069634.jpg)
উল্লেখ্য, গত ২৩শে মার্চ বিশেষ কিছু কর্মসূচি নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখ দেশে ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
অক্সফোর্ডে পৌঁছে প্রস্তুতির সামান্য সময়ে ঘরের একফাঁকে 1887 সালের একটি পিয়ানোতে সুর তুললেন মুখ্যমন্ত্রী। pic.twitter.com/qXxoIJMRP3
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us