New Update
/anm-bengali/media/media_files/pZ5F38uiwC63SF3uNbAV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ রেড রোডে পৌঁছান তিনি। সকলের সাথে অভিবাদন সেরে ডায়াসের দিকে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে জাতীয় সঙ্গীতের সুরেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
#WATCH | West Bengal CM Mamata Banerjee hoists the Tricolour on 77th Independence Day in Kolkata pic.twitter.com/857Y5IFEFs
— ANI (@ANI) August 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us