আকাশ মেঘলা, গরম কমতে পারে কি?

গতকাল দুপুরে মাঝারি মাপের বৃষ্টি হলেও তা পরিবেশ ঠান্ডা করেনি। আজ কি বদলাবে চিত্র?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এখন যে আর স্বস্তির বৃষ্টি নেই, তা আগেই জানিয়েছে হাওয়া অফিস। তার বদলে প্রতিনিয়ত গরম বাড়বে বলেই জানা গিয়েছে। কিন্তু এরই মাঝে বুকে আশা বাড়াচ্ছে হাওড়ার আকাশ। সকাল থেকেই মেঘলা। রোদের দেখা নেই বললেই চলে। গতকাল দুপুরে মাঝারি মাপের বৃষ্টি হলেও তা পরিবেশ ঠান্ডা করতে পারেনি। তাই আজ যদি বৃষ্টি নামে তাহলে কি বদলাবে চিত্র?

যা জানা যাচ্ছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে নামমাত্র হাওয়ার গতিবেগ, ঘন্টায় ৮ কিলোমিটার। আর যত বেলা গড়াবে ততো মেঘলা আকাশের জন্যে অস্বস্তিকর গরম বাড়বে বলেই জানা যাচ্ছে। এখন ভরসা তো শুধু বৃষ্টি নামার।