মেঘের আড়ালে মুখ ঢেকেছে আকাশ, আজও কি তবে ভাসবে জেলা?

আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া সহ একাধিক জেলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
asas

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল সারাদিনই দফায় দফায় চলেছে কখনও মাঝারি বা কখনও ভারী বৃষ্টি। আজও চিত্রটা খানিকটা সেরকমই। মেঘের আড়ালে মুখ ঢেকেছে আকাশ। আজও সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানা যাচ্ছে। আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া সহ একাধিক জেলায়।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ সারাদিনই ভারী মেঘের দেখা মিলবে। সঙ্গে নামবে বৃষ্টি। ফলে তাপমাত্রাতেও আসবে ব্যাপক পরিবর্তন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৮ কিমি। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।