রাজ্যেই এবার পাবেন কলেরা রোগের টিকা

রাজ্যবাসীর জন্য সুখবর।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে এবার এল এক সুখবর। এবার কলেরা রোগের টিকা পাবেন রাজ্যবাসীরা। নাইসেড সূত্রে খবর, টিকার কার্যকারিতা যাচাইয়ের জন্য বর্ষার আগেই দেওয়া হবে প্রথম ডোজ। প্রস্তুতকারী সংস্থার থেকে এই ভ্যাকসিন কিনবে কেন্দ্রীয় সরকার। নাইসেডের থেকে টিকা পাবে কলকাতা পুরসভা।

এই টিকা কলেরাপ্রবণ এলাকা গুলিতে যথেষ্ট কার্যকরী হবে বলে আশাবাদী নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। তিনি জানিয়েছেন, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই ভ্যাকসিন কলেরাপ্রবণ এলাকায় সফলভাবে মানুষকে দেওয়া হয়েছে। নাইসেড আধিকর্তার মতে, 'গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকা কলেরা প্রবণ। তাই কলেরা টিকার ক্লিনিক‍্যাল ডেমনস্ট্রেশনের জন্য বাংলাকে বেছে নেওয়া হয়েছে।' 

স

cityaddnew

স