চলমান সিঁড়িতে হঠাৎ আটকে গেল শিশুর হাত! তারপর…

হাওড়ার শিবপুরে একটি অভিজাত শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে যায় একটি শিশুর হাত। প্রায় দু'ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
escalator.

File Picture

নিজস্ব সংবাদদাতা: একেই বোধহয় বলে ‘রাখে হরি তো মারে কে!’ হঠাৎ চলমান সিঁড়িতে পড়ে গিয়ে সেখানে হাত আটকে যায় শিশুটির। আঁতকে ওঠার আগে সম্পূর্ণ বিষয়টি পড়ুন। শিশুটির হাত আটকে যায়, তবে তার সেরকম কোনও ভয়ঙ্কর ক্ষতি হয়নি।

হাওড়ার শিবপুরে একটি অভিজাত শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে যায় একটি শিশুর হাত। প্রায় দু'ঘণ্টা ওইভাবে আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল পুলিশ এবং র‍্যাফ মোতায়েন করা হয় শপিং মলে। ঘটনার পরই সমস্ত ক্রেতাদের শপিং মল থেকে বের করে দেওয়া হয়। শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে তার হাতে চোট লেগেছে। তবে বড় কোনও ক্ষতি হয়নি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সে।