/anm-bengali/media/media_files/2025/08/24/screenshot-2025-08-24-9-am-2025-08-24-09-05-16.png)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ গোরখপুরে ‘জনতা দর্শন’-এ সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনলেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই কর্মসূচিতে ভোর থেকেই বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান।
এদিন বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ মানুষরা তাঁদের জমি-সংক্রান্ত বিরোধ, পুলিশি মামলা, চিকিৎসা সমস্যা এবং প্রশাসনিক জটিলতা সংক্রান্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। যোগী আদিত্যনাথ প্রত্যেকটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।
/anm-bengali/media/post_attachments/8a3faf9f-e0c.png)
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের প্রথম দায়িত্ব মানুষের সমস্যার দ্রুত সমাধান করা। প্রশাসনের কর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—অভিযোগে শীঘ্র পদক্ষেপ নিতে হবে এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।”
তিনি আরও যোগ করেন, “আমাদের সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা। জনতার সমস্যাই আমাদের অগ্রাধিকার।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মিতই গোরখপুরে ‘জনতা দর্শন’ কর্মসূচি আয়োজন করেন, যেখানে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath addresses public grievances at 'Janta Darshan' in Gorakhpur. pic.twitter.com/W6yTVCIlqf
— ANI (@ANI) August 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us