/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি লন্ডনে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ও সেখানকার কিছু কর্মসূচি নিয়ে সম্প্রতি 'X' হ্যান্ডেল এ কিছু কথা লিখেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, "মুখ্যমন্ত্রী লন্ডনে। মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি। ঠান্ডা আট-নয়, শীতলতার তীব্রতা বাড়ছে। লন্ডনের বিমানে উঠতেই মুখ্যমন্ত্রীকে শুভযাত্রা কেক দিল এমিরেটস। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান A380তে সফরই একটা আলাদা অভিজ্ঞতা। সর্বত্র বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে আগ্রহ, উচ্ছ্বাস। কলকাতায় যাত্রা শুরুর আগে রাজ্যপালের প্রতিনিধিও শুভেচ্ছাবার্তা দিয়ে গিয়েছেন। লন্ডনে রবিবার এখন সকাল এগারোটা দশ, কলকাতায় বিকেল চারটে চল্লিশ। কাল থেকে মুখ্যমন্ত্রীর পরপর কর্মসূচি। আজ প্রস্তুতি বৈঠক ঘরোয়াভাবে করবেন। সরকারি আমলারা, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদবও তৎপর আছেন। মুখ্যমন্ত্রী কাগজপত্রে চোখ বোলাবেন।"
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174647-462804.jpg)
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174648-585655.jpg)
মুখ্যমন্ত্রী লন্ডনে। মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি। ঠান্ডা আট-নয়, শীতলতার তীব্রতা বাড়ছে। লন্ডনের বিমানে উঠতেই মুখ্যমন্ত্রীকে শুভযাত্রা কেক দিল এমিরেটস। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান A380তে সফরই একটা আলাদা অভিজ্ঞতা। সর্বত্র বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে আগ্রহ, উচ্ছ্বাস। কলকাতায়… pic.twitter.com/01wB06fEGW
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us