New Update
/anm-bengali/media/media_files/Yc3UcwXK3yfHA0LiafXk.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযানে পাড়ি দিচ্ছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার! না সকাল সকাল একদমই ভুল বকছি না। শহীদ মঞ্চে দেখা মিলছে চন্দ্রযানেরও। যে চন্দ্রযানের গায়ে লেখা জনদরদী মুখ্যমন্ত্রীর এক একটি সাধের প্রকল্পের নাম।
এমনই স্ট্যাচু নিয়ে হাজির হয়েছেন দলীয় কর্মীরা। ২১ জুলাইয়ের মঞ্চে দেখা মিলছে তাদের। জানা যাচ্ছে, বরাহনগর পুরসভার কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু এই অভিনব কায়দায় প্রচার করছেন। ঘাসফুলের ভিড়ের মাঝে এই রকেট বেশ নজর কাড়ছে সকলের।
/anm-bengali/media/media_files/qDHA82cdNQl85virySFq.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us