/anm-bengali/media/media_files/mKtqQCylar1Itdu9cmCU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজকের চন্দ্রযান ৩ মিশনের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। সাধারণ মানুষ তাকাচ্ছেন ভারতের সাফল্য হিসেবে। আর গবেষক কিংবা বিজ্ঞানীরা দেখছেন তাঁদের মাপকাঠি, বিক্রম ল্যান্ডারের ক্যালকুলেশন। এবার সেই বিষয়েই নিজের মতামত প্রকাশ করলেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর।
ইসরোর প্রাক্তন ডিরেক্টর ডক্টর সুরেন্দ্র পাল জানিয়েছেন, “আমি ISRO বিজ্ঞানীদের মতোই আত্মবিশ্বাসী যে আমরা আরও ভাল করতে পারব কারণ চন্দ্রযান ২-এর তুলনায় অনেক পরিবর্তন করা হয়েছে। অনেক অ্যালগরিদম পরিবর্তিত হয়েছে। ল্যান্ডারটির ঘোরানোর ক্ষমতা রয়েছে। অবতরণ এলাকা ২.৫ কিমি থেকে ৪ কিমি করা হয়েছে”। অতএব সবকিছু দিক দেখতে গেলে চন্দ্রযান ৩-এর সফল হওয়ার পরিমাণ অনেক বেশি, বলেই এদিন জানিয়েছেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর।
#WATCH | On #Chandrayaan3 mission, former director of ISRO, Dr Surendra Pal says, "I am confident just like the ISRO scientists that we will do much better because a lot of changes have been done in comparison to Chandrayaan 2...A lot of algorithms have been changed...Absolute… pic.twitter.com/oGNaWYLuSF
— ANI (@ANI) August 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us