ঠিক অধিবেশনের আগে, বোমা ফাটালেন কেন্দ্রীয় মন্ত্রী

'আমরা ইতিমধ্যে আমাদের এজেন্ডা ঘোষণা করেছি', বললেন প্রহ্লাদ জোশী।

pralhad-joshi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ সংসদে শুরু বিশেষ অধিবেশন। তাঁর আগে প্রস্তুত বিজেপি শিবির, বিরোধী জোট উভয়েই। বিরোধীরা যেরকম অধিবেশনের বিরোধীতা করতে প্রস্তুত, সেরকম তাঁদের বিরুদ্ধে পালটা জবার দিতেও রেডি বিজেপি সাংসদ তথা মন্ত্রীরা।

অধিবেশনের ঠিক আগেই এদিন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “বিরোধীরা প্রথম থেকেই বলছিলেন এই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে তার তালিকা প্রকাশ করতে। আমরা তাদের স্পষ্টীকরণের জন্য যে এজেন্ডা তা গতকাল সর্বদলীয় বৈঠকে স্পষ্ট করেছি। আমরা ইতিমধ্যে আমাদের এজেন্ডা ঘোষণা করেছি। আমি তাদের সংসদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। ৭৫ বছরের স্বাধীনতার অধ্যায় নিয়ে আজ আলোচনা হবে, কেননা প্রধানমন্ত্রী মোদি ২০৪৭ সালের আগে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছেন। তারই আলোচনা হবে সংসদের বিশেষ অধিবেশনে”।