সকাল সকাল 'ইন্ডিয়া'র জন্যে আনন্দ বোধ করলেন অনুরাগ ঠাকুর

খুশি হলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (68) (2).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এশিয়ান গেমসে শুরুটা বেশ ভালোই হয়েছে ভারতের। এখনও পর্যন্ত ৫টি সোনা জিতে নিয়েছে ভারত। রুপো, ব্রোঞ্জও রয়েছে। স্বভাবতই ভারতের এই সাফল্যে খুশি দেশবাসী। খুশি হয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

এদিন তিনি বলেছেন, “মনু ভাকের, এশা সিং এবং রিদম ২৫ মিটার রাইফেল শ্যুটিং টিম ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছে এবং আমরা যদি গত কয়েক দিনের দিকে তাকাই তাহলে দেখা যাবে অশ্বারোহীতে, আমরা সোনা জিতেছি। ৪১ বছর পর পদক এসেছে। মহিলা ক্রিকেট দল সোনা জিতেছে এবং ১০ মিটার রাইফেল শ্যুটিং ইভেন্টেও ভারত সোনা জিতেছে। এখনও পর্যন্ত আমরা ৭ম স্থানে রয়েছি এবং আমি নিশ্চিত, আগামী দিনে পদকের সংখ্যা বাড়বে”।