Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wWqsReo4FDXHzMeBMzIE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্র। এবার জিএসটিও যুক্ত হল পিএমএলএ-র আওতায়। সম্প্রতি, এমনই একটি নোটিশ জারি করেছে কেন্দ্র।
যেখানে বলা হয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক (জিএসটিএন) কে মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায় আনা হচ্ছে। যার ফলে এবার থেকে GSTN-এ সংরক্ষিত তথ্য PMLA আইনের অধীনে শেয়ার করা যেতে পারে। আর সেই ক্ষেত্রে আইনও জারি থাকবে জিএসটি-র ক্ষেত্রে।
Government-issued a notification to bring the Goods & Services Tax Network (GSTN) under the Prevention of Money Laundering Act (PMLA). Information stored on GSTN can be now shared under PMLA Act. pic.twitter.com/VrhUq3vuCY
— ANI (@ANI) July 8, 2023
তবে এতে, জিএসটি গ্রাহকরা কোনও সমস্যায় পড়বেন কিনা, তা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us