/anm-bengali/media/media_files/IVoy5mNhxoKBuLFM5zFM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা, এবার তাতেও নজর রাখতে চলেছে নির্বাচন কমিশন। এবারের ভোট নিয়ে যে কমিশন ভীষণ তৎপর, তা তাঁদের পদক্ষেপ দেখেই বোঝা যাচ্ছে। প্রথম রাজ্যের ডিজি বদলের পাশাপাশি জেলাশাসকের বদল করেছে নির্বাচন কমিশন। আর এবার কেন্দ্রীয় বাহিনীর কাছেও রিপোর্ট তলব করছে নির্বাচন কমিশন।
/anm-bengali/media/media_files/2Nd89nudNKL8G3A0sMio.jpg)
২৯ মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিআরপিএফ-কে তথ্য পাঠানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। প্রতিদিন সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে হার্ড কপি ও ই-মেলের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফকে। ভোটে এরাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তাঁদের প্রত্যেককেই এই নির্দেশ মানতে হবে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/b4PwIUp80HhNuFI2Oj7l.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us