New Update
/anm-bengali/media/media_files/rKk9oc2eFLUu7JifRf5J.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গুজরাটকে টেকনিক্যাল রাজ্য তৈরি করার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্যেই গুজরাটে তৈরি হচ্ছে গিফট সিটি।
যা জানা যাচ্ছে, গিফট সিটি আসলে হচ্ছে – Gujrat International Finance Tec-City। যেখানে ইতিমধ্যেই অফিস করার ইচ্ছা প্রকাশ করেছে গুগল। ফলে টেকনোলোজির ক্ষেত্রে গুজরাট বিশাল ভূমিকা পালন করতে চলেছে। তাই তা নিয়ে তৎপরতাও বেশি। এদিন সেই সংক্রান্তই মিটিং সারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন গান্ধীনগরের সেই বৈঠকে যোগ দেন তিনি। IFSC গিফট সিটির কার্যকারিতা পর্যালোচনা করেন তিনি।
#WATCH | Gandhinagar, Gujarat: Union Finance Minister Nirmala Sitharaman reviews functioning of IFSC gift City pic.twitter.com/FdkdRcWM54
— ANI (@ANI) August 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us