হরি ঘোষ, দুর্গাপুর : জাতীয় অগ্নি নির্বাপণ সেবা দিবস পালিত হল মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। শুক্রবার সকাল সাড়ে দশটার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী অর্থাৎ CISF এর অগ্নি নির্বাপণ শাখার পক্ষ থেকে দিনটিকে উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার সুশান্ত সন্নিগ্রাহী। এছাড়াও উপস্থিত ছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিক আধিকারিক এবং CISF ইউনিটের সকলে । অ্যাসিটেন্ট কমাডেন্ট হন্নাপ্পা এম জানিয়েছেন যে একসপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হবে।