একে একে শ্রদ্ধাজ্ঞাপন!

আজ কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান। আকাশ পথেও চলছে বিশেষ প্রদর্শন। আর বিভিন্ন সেক্টরের প্রধানেরা শ্রদ্ধা জ্ঞাপন করলেন কার্গিলের স্মৃতিসৌধে।

New Update
drass.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ লাদাখে কার্গিল-দ্রাস সেক্টরে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শুরু হয়েছে সেই বিশেষ অনুষ্ঠান। আকাশ পথেও চলছে বিশেষ প্রদর্শন। এদিন একে একে বিভিন্ন সেক্টরের প্রধানেরা শ্রদ্ধা জ্ঞাপন করেন স্মৃতিসৌধে।

সকালেই সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে কার্গিল বিজয় দিবসে দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

তারপর ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

বিমান বাহিনী প্রধান, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীও এদিন কার্গিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন।