New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: হাওড়ার গড়চুমুকে নদীর চড়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ। ভারী বৃষ্টির দিনে এমনই বিপত্তি ঘটল হাওড়ায়। যা জানা যাচ্ছে, এমটিটি সিঙ্গাপুর নামে এক পণ্যবাহী জাহাজ আচমকাই নদী পাড়ে আটকে যায়। সিঙ্গাপুর থেকে কলকাতায় আসছিল জাহাজটি। হলদিয়ামুখী জাহাজকে পাশ কাটাতে গিয়ে এই বিপত্তি ঘটে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়াররাও আসছেন ঘটনাস্থলে। পণ্যবাহী বিশাল জাহাজ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে সেই জাহাজ সরানো হবে তার ভাবনা চিন্তা শুরু হয়েছে ইতিমধ্যেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us