মণিপুর হিংসার সমাধান খুঁজবে ‘ইন্ডিয়া’

"আমরা সেখানে যাচ্ছি মণিপুরের জনগণের দুঃখ বোঝার জন্য। তার সমাধান খুঁজে বের করার জন্য", বললেন অধীর চৌধুরী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-07-29 091102.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটের ২০ জনের সদস্য দল আজ পা রাখছে উত্তপ্ত মণিপুরে। তাঁর আগে প্রত্যেকেই দিচ্ছেন নিজেদের প্রতিক্রিয়া। সেই সদস্যদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এদিন তিনি বলেন, "আমরা সেখানে যাচ্ছি মণিপুরের জনগণের দুঃখ বোঝার জন্য। মণিপুরে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান খুঁজে বের করার জন্য সরকারের কাছে আবেদন করছি। সেখানে এই মুহুর্তে কোনও আইনশৃঙ্খলা নেই। সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ রয়েছে। আর সেটি তার প্রতিবেশী রাজ্যগুলিকেও প্রভাবিত করছে। সরকার তার দায়িত্ব পালন করেনি। আমরা মণিপুরের বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করতে যাচ্ছি"।