New Update
/anm-bengali/media/media_files/KdFnWyt2YRf73bJYgQk9.jpeg)
নিজস্ব সংবাদদাতা : মাইক্রোব্লগিং মাধ্যম 'এক্স', (X) যার আগের নাম ছিল ট্যুইটার , সেখানে আসতে চলেছে অডিও এবং ভিডিও কলের ফিচার। সম্প্রতি এলন মাস্কের 'এক্স' পোস্টে সেই আভাসই পাওয়া গিয়েছে। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি- র জন্য কাজ শুরু হয়েছে।কোনও ফোন নম্বরেরও প্রয়োজন হবে না। 'এক্স' পোস্টে এই বার্তাই দিয়েছেন এলন মাস্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us