/anm-bengali/media/media_files/8UC03nkBUhDkjtU9IU1j.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃসেমেস্টার পরীক্ষার আগে বিকল্প হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় নিল এক বিশেষ পঠন পদ্ধতি। সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতা বিশ্ববিদ্যালয় 'অল্টারনেটিভ ক্লাসরুম' তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে।
জানা গিয়েছে যে, ছাত্র সংগঠন এসএফআই এই মহৎ উদ্যোগ নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা মাল্যবান গঙ্গোপাধ্যায় জানালে ন, '' এই বিকল্প ক্লাসরুমে তাঁরা খুব ভাল সাড়া পাচ্ছেন।
বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে যে, ক্লাসের সংখ্যাও কম হচ্ছে। এমনকি, এক বিষয়ের পরীক্ষার জন্য অন্য বিষয়ের ক্লাসরুম নিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী উপাচার্য এ দিন বলেন, '' শিক্ষকের সংখ্যা অপ্রতুল, এটা সত্যি। নতুন নিয়োগের চেষ্টা চলছে। ''