দেশে ভয়াবহ বাস দুর্ঘটনা! নিহত ২৪, রক্তে ভাসল রাস্তা

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে।

accident1

file pic

নিজস্ব সংবাদদাতাঃ পেরুতে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।পেরুর ট্রান্সপোর্টেশন সুপারভাইজরি এজেন্সি (সুট্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। সুট্রান জানিয়েছে, বাসটি আয়াকুচো থেকে হুয়ানকায়ো শহরের দিকে যাচ্ছিল।

আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস সোমবার বলেন, 'অন্তত ২০ জন আহত হয়েছেন।'