New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/f6VmtsyiKr9Up1bJEiVK.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃএকই লাইনে পরপর চলে আসে দুটো ট্রেন। উৎসবের মরসুমে চরম আতঙ্ক যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাওড়া বর্ধমান কর্ডলাইনের ঝাপানডাঙা স্টেশনের আগে দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। ঠিক তার পিছনে এসে থেমে যায় ১২৩৩৭ আপ হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।
রেলযাত্রীরা জানিয়েছে, হাওড়া বর্ধমান কর্ড শাখার আপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির বেশ খানিকটা দূরে থেমে যায় আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। কোনও কোনও যাত্রী ট্রেন থেকে লাফ মেরে লাইনে নেমে পড়েন। চালকের তৎপরতার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলযাত্রীদের বক্তব্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us