New Update
/anm-bengali/media/media_files/u0PtXpfePFSHN0fSYBsX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবার খোদ কলকাতার বুকেই চলল বুলডোজার নীতি। না যোগীর এখানে কোনও ভূমিকা নেই। বরঞ্চ ঘটনা অন্যই।
যা জানা যাচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বিজেপি নেতার বাড়ির একাংশ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রীটের বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় দোকান ঘর ছিল। বিধায়কের অভিযোগ তা নাকি বেআইনি। আর তাই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল সেই দোকান ঘর। পুরসভাই সেই দায়িত্ব পালন করেছে। তবে বিজেপি নেতার দাবি, দোকান বেআইনি নয়, এটা তৃণমূলের চক্রান্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us