নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ টানাপোড়েনের অবসান। অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে ৩৫৬ একর জমি হস্তান্তরের ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার প্রশাসনের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
কেন্দ্র সরকারের তরফে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য মোট ৬৮০ একর জমি কেনার অর্থ বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে মাত্র ৩২৪ একর জমি বিএসএফের হাতে এসেছে। বাকি ৩৫৬ একর জমি নিয়ে ছিল জটিলতা, যার ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলছিল চাপানউতোর।
অবশেষে, গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের বৈঠকের পরেই এই জট কাটে বলে প্রশাসনিক মহলের দাবি।
/anm-bengali/media/media_files/2025/05/09/kz9MHK9pDK96IHZLJKux.jpg)
জমি হস্তান্তরের নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গেছে – মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং কোচবিহার জেলায়। জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে - বিএসএফ যেসব জমি চিহ্নিত করেছে, সেগুলি যেন দ্রুত মালিকদের কাছ থেকে অধিগ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।