এই মুহুর্তের বড় খবর, বিএসএফে বিশাল রদবদল

স্পেশাল ডিজি (অপারেশনস) পদ থেকে রদবদল হয়েছে বিএসএফ ওয়েস্টার্ন কমান্ডে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bsfxx.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিএসএফের ওয়েস্টার্ন কমান্ডে বিশাল বদল। বিএসএফ দিল্লি থেকে নেওয়া হল চরম সিদ্ধান্ত।

যা জানা যাচ্ছে, যোগেশ বাহাদুর খুরানিয়া চণ্ডীগড়ের ওয়েস্টার্ন কমান্ডের বর্ডার সিকিউরিটি ফোর্সের স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। তাঁকে ফোর্স হেডকোয়ার্টার বিএসএফ দিল্লী থেকে এখানে পোস্ট করা হয়েছে। যেখানে তিনি স্পেশাল ডিজি (অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তাঁকে পাঠানো হল বিএসএফ ওয়েস্টার্ন কমান্ডে। কেন এই রদবদল, সেই সংক্রান্ত কোনও তথ্য বিএসএফ সূত্রে পাওয়া যায়নি।