/anm-bengali/media/media_files/xVp8BxSxLx41UVxzom0D.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগুন লাগার পেরলো ২ ঘন্টা, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি অ্যাক্রোপলিস মলের আগুন। ধোঁয়ার তীব্রতা এতোটাই যে ভিতরে কাজ করতে অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। একে অন্ধকার, তার মধ্যে চারিদিক তীব্র ধোঁয়ায় ঢেকে রয়েছে। ফলে আগুনের উৎসস্থল খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে প্রাথমিকে মনে করা হচ্ছে, ফুড কোর্টে এই আগুন লেগেছে। ফলে সমস্যা আরও বাড়ছে।
/anm-bengali/media/media_files/gJkFVVoXOkedrisWgna1.jpeg)
তাই স্বাভাবিক ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে ভাঙা শুরু হয়েছে অ্যাক্রোপলিস মল। একে একে চারতলা পর্যন্ত কাঁচের দেওয়াল ভেঙে দিচ্ছে দমকল কর্মীরা। অন্যদিকে ২১ তলার মার্লিন ভবনের যাতে ছাদে ওঠা যায় তাই এবার মলের কাছে পৌঁছালো হাইড্রোলিক স্কাই ল্যাডার। এই স্কাই ল্যাডারে করেই দমকল কর্মীরা ভবনের ছাদে পৌঁছাবেন এবং সেখান থেকে আগুন নেভানোর কাজ চলবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন।
#WATCH | West Bengal: Visuals from Kolkata's Acropolis Mall where a fire broke out. Several fire tenders on the spot. More details awaited pic.twitter.com/e5owCMwwiJ
— ANI (@ANI) June 14, 2024
/anm-bengali/media/media_files/Hv11OjiY4LOatwq52bu2.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us