New Update
/anm-bengali/media/media_files/06AqgM2JJCqoYYJaUpXN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা। সূত্রের খবর যে, আগরতলার ধর্মনগর রেলস্টেশনে এসে ট্রেন দাঁড়ানোর পর টাকাগুলির উদ্ধার হয়। কিন্তু এই টাকার কোন দাবিদার পাওয়া যায়নি।
অবশেষে ধর্মনগর মহকুমার মহকুমা মেজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ -এর হাতে তুলে দেওয়া হবে বলে নির্দেশে বলা হয়।
/anm-bengali/media/media_files/QImExfwKmdNc3bES0RWq.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us