New Update
/anm-bengali/media/media_files/Kp7ugIgTBseYHhIiEXJN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়েই একজনের মৃত্যু হয়। অথচ তারপরও হুঁশ নেই রাজনৈতিক দলগুলির। বেহুঁশ প্রশাসনও। তাই পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গা থেকেই খোঁজ মিলছে বোমা উদ্ধারের।
ফের একবার শিরোনামে উঠে এল মুর্শিদাবাদের ডোমকল। ডোমকল থেকে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির মশলা। বোমা বাঁধার খবর পেয়ে ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় হানা দেয় পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার করে ১৪ থেকে ১৫টি তাজা বোমা এবং বোমা তৈরির মশলা। কারা বোমা তৈরি করছিল তা খোঁজ নিচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us