New Update
/anm-bengali/media/media_files/hcz6UOwCXwrSburuoxjg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ। দোকান খুলতে এসেই ঘটল বিপত্তি। হঠাৎ
যা জানা যাচ্ছে, এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে সোনারপুরে। এদিন সকালে নিজেদের দোকান খুলতে এসেছিলেন মণ্ডল দম্পতি। আচমকায় দোকান খোলার সময় উপরে রাখা একটি অ্যালমুনিয়ামের গামলা বোম যেখানে রাখা ছিল, সেখানে এসে পড়ে। আর পড়া মাত্রই বোমটি ফেটে যায়। দুজনেই বোমার তীব্রতার জেরে দূরে গিয়ে ছিটকে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুজনকেই আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই সঙ্কটজনক।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us