New Update
/anm-bengali/media/media_files/yWGduvckteS0TO9H58jJ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। প্রায় প্রতিদিনই মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিরোধী জোটের সাংসদরা। আর আজ দেখা গেল সেই প্রতিবাদের অন্য রূপ।
ইন্ডিয়া জোটের সকল সাংসদরা প্রতিবাদ দেখালেন কালো পোশাক পড়ে। আজকে প্রত্যেকের ড্রেস কোড ছিল কালো। মূলত, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতেই কালো পোশাক পরে হাজির হন সাংসদরা। অবশ্য এতেও কটাক্ষের সুর শোনা গেছে বিজেপি সাংসদদের গলায়।
#WATCH | Leaders of the INDIA alliance meet at the LoP Chamber in Parliament to chalk out the strategy for the Floor of the House.#MonsoonSessionpic.twitter.com/quLfU4TMT8
— ANI (@ANI) July 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us