New Update
/anm-bengali/media/media_files/Se1EliyJImniaAP7QudW.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ সন্দেশখালি ইস্যুতে বিজেপি বিধায়কদের উস্কানির অভিযোগ তুলে ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলো বিধানসভার অধ্যক্ষ। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলে নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা। দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। তাদের নেতৃত্ব দেন আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ জেলা বিজেপি নেতৃত্বরা।
অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে দফায় দফায় ধস্তাধস্তি। এই অবরোধের জেরে প্রায় আধঘন্টা ধরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশের মধ্যস্থতায় আধঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us